বাগেরহাট: বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারীরা। রোববার (১৭ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য স্থগিত কমিটির বাগেরহাট জেলা আহ্বায়ক এস. এম. সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, যুগ্ম আহ্বায়ক নাঈম শেখ, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মো. ইকবাল হোসেন, শেখ ইমরান হোসেন রনিসহ আহতরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকারীরা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে বাগেরহাট জেলা জজ কোর্ট চত্বরের সামনের খুলনা–বাগেরহাট সড়ক, রামপালের ফয়লা এলাকা ও কাটাখালী এলাকায় সাধারণ ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাঠি, সোঁটা, ধারালো দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা হামলায় অংশগ্রহণ করেন। কিন্তু একবছর অতিবাহিত হলেও দৃশ্যমান কোন হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এমআরএম