ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, আগস্ট ১৭, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ও বিকেলে এ ঘটনা ঘটে।

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ায় সকালে একটি ডোবায় ডুবে দুই শিশু মারা যায়। বিকেলে শিবগঞ্জে অপর শিশুটি ডুবে মারা যায়।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত তিন শিশু হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭), মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) ও শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৩ মাস)।

সদর থানার ওসি মতিউর রহমান জানান, মহানন্দা নদীর পানি বাড়ার কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে জমে থাকা ডোবায় ডুবে যায় রিহান ও আরিয়ান। পরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে শিবগঞ্জের দশরশিয়া এলাকায় বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু হয় আবু সাঈদ নামে ১৩ মাস বয়সী এক শিশু।  

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অসাবধানতাবশত ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।