ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

সালথায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, আগস্ট ১২, ২০২৫
সালথায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার ইসমাইল জবিউল্লাহ

ফরিদপুরের সালথায় ইসমাইল জবিউল্লাহ (২৭) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তার ইসমাইল সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই উপজেলার বালিয়াগট্টি এলাকার মনি মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আলফাডাঙা থানায় দায়েরকৃত একটি মামলায় ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।