ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে মিলল প্রকৌশলীর ঝুলন্ত লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, আগস্ট ৪, ২০২৫
গাজীপুরে মিলল প্রকৌশলীর ঝুলন্ত লাশ প্রতীকী ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় একটি বাসা থেকে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 

নিহত ওই প্রকৌশলী হলেন, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার হাবিবুরের ছেলে শাহজাহান মিয়া (৪৭)।  

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের ছোট লতিফপুর এলাকায় মশিউর রহমানের বাসায় পরিবারসহ ভাড়া থাকে শাহজাহান। তিনি স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করতেন। রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী শাহজাহান বিছানায় নেই। এ সময় পাশের কক্ষে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো তার স্বামীর ঝুলন্ত লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৌশলী শাহজাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।  

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।