ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

সোমবার বিকেল ৩টায় কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, আগস্ট ৩, ২০২৫
সোমবার বিকেল ৩টায় কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় হ্রদের অতিরিক্ত পানি নিঃসরণের জন্য সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

রোববার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ ফুট মিন সি লেভেল (এমএসএল)। পানির স্তর আরও বাড়ার আশঙ্কায় সোমবার বিকেলে জলকপাট খুলে পানি ছেড়ে দেওয়া হবে।

এদিকে পানি বাড়ার কারণে বর্তমানে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান কেন্দ্রের কর্মকর্তারা। তারা বলেন, কেন্দ্রটির পাঁচটি ইউনিটই সচল রয়েছে। প্রতিষ্ঠানটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।

পানির স্তর নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।