ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

সারাদেশ

বাংলাদেশি দুই কিশোরকে আটকের পর ফেরত দিল বিএসএফ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, আগস্ট ৩, ২০২৫
বাংলাদেশি দুই কিশোরকে আটকের পর ফেরত দিল বিএসএফ কুলাউড়া সীমান্তবর্তী এলাকা। ছবি: বাংলানিউজ

আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে ছবি তোলার সময় আটক দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত দিতে বলেন।

পরে তাদের ফেরত দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

জানা গেছে, গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানী থানা এলাকা।

দুই কিশোরের বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানে। তারা চা বাগানের শ্রমিক রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭) ও সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬)।

পৃথিমপাশার আলীনগর সীমান্ত এলাকা বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে।

সেখানে দু’জনে মোবাইলে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দলের নজরে পড়ে বিষয়টি। তারা দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

বিবিবি/আরএ       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।