ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ, চাকরিচ্যুত সেনা-নৌ সদস্যসহ ৯ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, আগস্ট ৩, ২০২৫
নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ, চাকরিচ্যুত সেনা-নৌ সদস্যসহ ৯ জন গ্রেফতার নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ, চাকরিচ্যুত সেনা-নৌ সদস্যসহ ৯ জন গ্রেফতার

নড়াইল: ডাকাতির প্রস্তুতির সময় নড়াইলের লোহাগড়ায় পুলিশ কনস্টেবল এবং চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের নয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

শনিবার (২ আগস্ট) ভোর রাতে উপজেলার আল মুন্সির মোড় এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।  

রোববার (৩ আগস্ট) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফারতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কটিয়া ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য ও ঝিনাইদহের কালীঞ্জে উপজেলার আব্দুল মালেকের ছেলে ইজাজ আহম্মেদ (৩৩) বিপি নং-৯১১১১৪৩০৮৫, নড়াইলের লোহাগড়ার চাকরিচ্যুত নৌ বাহিনী সদস্য ও কাজী দিদারুল আলমের ছেলে কাজী অমিত (২৮) এবং যশোরের ঝিকরগাছার চাকরিচ্যুত সেনা বাহিনী সদস্য ও মোসলেম আলীর ছেলে হাফিজুর রহমান (৩৩)।  

গ্রেফতার অন্যান্যরা হলেন, নড়াইল লোহাগড়ার আসাদ মোল্যার ছেলে তনু মোল্যা (৩৩), যশোরের ঝিকরগাছার শহিদুল ইসলামের ছেলে শামীম রেজা (২৩) ও মৃত জিয়াউর রহমানের ছেলে শাওন রহমান (২৮), গোপালগঞ্জ কাশিয়ানির ফিরোজ হোসেনের ছেলে আল আমিন (৩২) ও কালা মিয়া শেখের ছেলে মোখলেস শেখ (৪০) এবং ঝিনাইদহ কালীগঞ্জের ওলিয়ার রহমানের ছেলে মাসুদ রানা (৩০)।  


পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে তাদের টহল চলাকালীন উপজেলার আলা মুন্সির মোড় এলাকায় একটি সংঘবদ্ধ দল নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের।  

এসময় তাদের ব্যাগে তল্লাশি করে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলের খোলা নাম্বার প্লেট, একটি পুলিশের কোটি, রড, হাতুড়ি, দাসহ বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই আরও একটি হাতকড়াসহ পেপার কাটার ও তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

তথ্য প্রমাণের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের জিজ্ঞাবাদ করে ও পুলিশের সার্ভার পর্যালোচনায় অমিত কাজী, শামীম রেজা, আল আমিন ও মোকলেসের রিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদকসহ স্পর্শকাতর মামলার সন্ধান পায় পুলিশ।  

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অভিযুক্তদের তথ্য প্রমাণের ভিত্তিতে হাতেনাতে আটক করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

তিনি বলেন, বড় ধরনের অঘটন ঘটানোর জন্যে যশোর, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও নড়াইলের সংঘবদ্ধ দলটি একত্রিত হয়েছিল। মোখলেস ও আল আমিনের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  

নিয়মিত মামলা রজুর মাধ্যমে শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।