কুষ্টিয়া: খাবার হোটেলে কাজ শেষে স্বামী-স্ত্রী বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার ভেড়ামারার বারোমাইল এলাকায় এক নারী (২৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এসময় তার স্বামীকে লিচু গাছে বেঁধে রাখে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায়।
পুুলিশ এ ঘটনায় তাৎক্ষণিক ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
আটকরা হলেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), একই এলাকার মৃত আকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলো এজাজুল (৪২) এবং পাখিভ্যান চালক মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রতিদিনের মতো হোটেলের কাজ শেষে স্ত্রীকে সাথে নিয়ে পাখিভ্যানে বাড়িতে ফিরছিলেন স্বামী। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় কয়েকজন তাদের গতিরোধ করে।
দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে যায়। পরবর্তীতে স্বামীকে লিচু গাছে বেঁধে মারধর করে এবং তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
এসএইচ