কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার হাবিল সর্দারের ছেলে বিপ্লব সর্দার (২৮) ও তার স্ত্রী জোছনা খাতুন (৪৮)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে নিহত বিপ্লব সর্দার মাঠে তার নিজের জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এমন খবর পেয়ে বাড়ি থেকে দৌঁড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিপ্লবকে স্পর্শ করতেই মা জোছনা খাতুনও বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরবি