ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি আরজু, সম্পাদক আবদাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, জুলাই ৫, ২০২৫
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি আরজু, সম্পাদক আবদাল আহমদ আরজু ও মো. আবদাল মিয়া

হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

শনিবার (৫ জুলাই) বিকেলে বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাব মিলনায়তনে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আবদুল মালেক এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শিব্বির আহমদ আরজু।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহউদ্দিন ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ইমাম সমিতির সাধারণ সম্পাদক শায়খ সিরাজুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোয়াই ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শিব্বির আহমদ আরজু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. আবদাল মিয়া।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, দপ্তর সম্পাদক আনসার আলী, আইসিটি সম্পাদক তানজীল হাসান সাগর, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য আজিমুল হক সপন, মোবাশ্বির আহমদ, এমএ কাদির বাবুল, দেলোয়ার হোসেন ও রায়হান উদ্দিন সুমন।

সভায় বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এলাকার গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।