ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সলঙ্গায় পুকুরপাড়ে পড়েছিল গ্রাম পুলিশের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, অক্টোবর ১১, ২০২৫
সলঙ্গায় পুকুরপাড়ে পড়েছিল গ্রাম পুলিশের লাশ প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে (ইউপি) নারী গ্রাম পুলিশের চাকরি করতেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরপাড়ে আন্না রানীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।