ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, নভেম্বর ২৫, ২০২২
বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান: বান্দরবানের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৪২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সিং ইয়ং ম্রো, লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সর্বমোট ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর। যার মধ্যে ১ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের হোস্টেল ভবন, ৯৯ লাখ টাকা ব্যয়ে কারিগরী ভবন, ৪০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের হলরুম এবং ৪০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর, গেট ও মাঠের উন্নয়ন কাজ শেষ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।