ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দীঘিতে ভাসছিল জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, অক্টোবর ৮, ২০২২
দীঘিতে ভাসছিল জেলের মরদেহ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির একটি দীঘি থেকে কবির উদ্দিন হাওলাদার (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের মন্দিরা দীঘি থেকে লাশ উদ্ধার করা হয়।

কবির উদ্দিন সরমহল এলাকার ফয়েজ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘির পাড়ে গাছ কাটতে গেলে লোকজন তার মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।