ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজউকের প্লট বরাদ্দ

সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, সেপ্টেম্বর ১১, ২০২৫
সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমেরি কামাল

ঢাকা: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমেরি কামাল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরস্পর যোগসাজশে দ্য ঢাকা ইভপ্রুভমেন্ট রুলস ১৯৬৯ এর বিধি-৯ লংঙ্ঘন করে তাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যহারপূর্বক অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণার আশ্রয়ে মিথ্যা হলফনামা দাখিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দ গ্রহিতার নামে বরাদ্দকৃত ১৮৮২০২ নং কোডের ১৬ নং সেক্টরের ১১৬ নং রাস্তার ০৩৬ নং প্লট বরাদ্দ প্রদান করে পরবর্তীতে লিজ দলিলের ২২ ও ২৩ নং শর্ত ভঙ্গ করে ওই প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় পৃথক একটি মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, কাশমেরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, রাজউক সদস্য মো. আবু বক্কার সিকদার,  সাবেক যুগ্ম সচিব ও রাজউক সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, রাজউকের সাবেক চেয়ারম্যান  জি এম জয়নাল আবেদীন ভুইয়া এবং রাজউকের সাবেক সদস্য আব্দুল হাই।


এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।