ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, অক্টোবর ৮, ২০২২
গাইবান্ধায় ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধা সদরে ফেনসিডিলসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৮ অক্টোবর) সকালে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘড়া গ্রামের মুনছুর আলীর ছেলে রঞ্জু মিয়া (৪৪) ও ফরিজুল হকের ছেলে তাজুল ইসলাম (৪৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক দু’জন চিহ্নিত মাদকবিক্রেতা। শুক্রবার রাতে শহরের সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।