ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, অক্টোবর ৬, ২০২২
বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিয়ে-বাড়ি যাওয়ার পথে একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

  

বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে ৷ 

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশে ঢাকা থেকে হরিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। উপজেলার বলিদ্বারার রামপুর সেতুটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পড়ে যায়। এর মধ্যে গাড়িতে থাকা একজন নারী মারা গেছেন। আহতদের চিকিৎসা চলছে।  

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।