ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হনুমান আতঙ্কে গোবিন্দগঞ্জের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, অক্টোবর ৬, ২০২২
হনুমান আতঙ্কে গোবিন্দগঞ্জের মানুষ

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলায় লোকালয়ে হনুমান চলে আসায় আতঙ্কে রয়েছে সেখানকার জনগণ। বন্য প্রাণিটি কখনও গাছে, কখনও বাড়ির ছাদে অবস্থান করছে।

এ অবস্থায় ছোট ছোট শিশু, শুকনো খাবার, শস্য, ফল-ফলাদি নষ্ট হওয়া শঙ্কা করছেন স্থানীয়রা।

সর্বশেষ বুধবার (৫ অক্টোবর) বিকেলে পৌর শহরের শিববাটি মন্দির সংলগ্ন একটি পাকুড় গাছে হনুমানটিকে দেখা যায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই পৌরশহরের ডাকবাংলো, ব্যস্তমত গোহাটি ঝিলপাড়া ও থানা মোড় এলাকায় চলাফেরা করতে দেখা যায় হনুমানটিকে। এসব স্থানে উৎসুক নারী-পুরুষ ও শিশুরা প্রাণিটিকে দেখতে ভিড় জমাতে শুরু করে। লোকজন ক্ষতির আশঙ্কা করলেও বন্য প্রাণিটি কাউকে আক্রমণ করেনি। লোকালয়ে আসা বন্য প্রাণিটি সংরক্ষণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আক্রমণ করবে না। নিজে থেকেই সে তার স্থানে ফিরে যাবে। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।