ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী ভুট্টো আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ৫, ২০২২
সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী ভুট্টো আটক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অস্ত্র ও দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও কুখ্যাত সন্ত্রাসী ভুট্টোকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক ভুট্টু অস্ত্র মামলায় ১০ বছরের ও দস্যুতা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (০৫ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি একজন কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। মামলা দায়েরের পর থেকে তিনি ঢাকা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। এছাড়া তিনি বেশ কিছুদিন নিজেকে আত্মগোপনে রেখে ঢাকা ও ভোলা জেলাসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র কারবারসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন।  

আটক ভুট্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।