ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিদ্যুতের দাম বাড়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করবে বাম জোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, অক্টোবর ৫, ২০২২
বিদ্যুতের দাম বাড়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে  বিক্ষোভ করবে বাম জোট

ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে শনিবার (৮ অক্টোবর) সমাবেশ ও বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (৫ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ ও বিদ্যুৎ বিপযর্য়ের কারণ উদঘাটন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আগামী শনিবার বিকেল ৪.৩০ মিনিটে ঢাকার পুরানা পল্টন মোড়ে এবং দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে ৮ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
আরকেআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।