ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনার নারী নির্যাতন মামলার আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, অক্টোবর ৩, ২০২২
বরগুনার নারী নির্যাতন মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মো. সাব্বির হোসেন (৩৭) নামে এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তার নামে বরগুনা সদর থানায় যৌতুক দাবিতে নারী নির্যাতন মামলা রয়েছে।

এ সময় আসামির কাছ থেকে ১টি মোবাইলফোন, ১টি সিমকার্ড, ১টি হাতঘড়ি,  ১টি চশমা এবং নগদ ৭১৪ টাকা জব্দ করা হয়।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার সাব্বির বরগুনা জেলার বেতাগী থানার বকুলতলী গ্রামের শহিদুল ইসলাম মল্লিকের ছেলে। তিনি বরগুনা সদর থানায় দায়ের করা নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাব্বির তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন যাবত রাজধানীর নিউমার্কেট এলাকায় আত্মগোপনে ছিলেন।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।