ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

নামাজরত অবস্থায় সাংবাদিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, ফেব্রুয়ারি ৩, ২০২২
নামাজরত অবস্থায় সাংবাদিকের মৃত্যু সাংবাদিক আনোয়ারুল ইসলাম

ঢাকা: একাত্তর টেলিভিশনের চিত্র সাংবাদিক আনোয়ারুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্য রাজু হামিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনোয়ারুল অ্যাসাইমেন্ট শেষ করে অফিসে ফিরে আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন। সে অবস্থাতেই হঠাৎ পড়ে যান তিনি। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারুল ইসলামের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

প্রসঙ্গত, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার খবর সংগ্রহ করে তা পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।