ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

আবারও বাড়লো এলপি গ্যাসের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, ফেব্রুয়ারি ৩, ২০২২
আবারও বাড়লো এলপি গ্যাসের দাম

ঢাকা: এলপি গ্যাস ১২ কেজি প্রতিটি সিলিন্ডারের দাম আবারও  ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে এক হাজার ২৪০।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চ্যুয়াল দাম ঘোষণা অনুষ্ঠান থেকে নতুন এ বর্ধিত মুল্য ঘোষণা করা হয়।  

ভার্চ্যুয়াল দাম ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক ও মোহাম্মদ বজলুর রহমান।

এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১২৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা জানুয়ারি মাসে ছিল ১১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলেও জানান বিইআরসি চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।