ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ইয়াবাসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জানুয়ারি ২৬, ২০২২
ইয়াবাসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মো. ইমন হোসেন (২৭) নামে ৯ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।  
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়েন ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে একশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

ইমন রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।  

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, ইমন চিহ্নিত মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে আদালতে ৯টি মামলা বিচারাধীন আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।