পলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি গতকাল গোপালগঞ্জের বলে দাবি করেন জয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের নয়; বরং এটি গত ৪ জুন থেকেই ইন্টারনেটে রয়েছে এবং সেসময় ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত হয়।
এই বিষয়ে অনুসন্ধানে ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামের একটি প্রোফাইল থেকে ৪ জুন প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।
এ বছর ৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
কোরবানির পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সেসময় দেশজুড়ে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে গতকাল গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
সৌজন্যে: কালের কণ্ঠ