ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৪১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুলাই ১৮, ২০২৫
দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৪১ গ্রেপ্তার আসামিরা। ফাইল ছবি

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এক হাজার ৫৪ জন।

শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৪ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৮৭ জন। এ ছাড়া অভিযানে দেশীয় শুটার গান, ওয়ান শুটার গান, কার্তুজ ও এলজিসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।