ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লাশ পোড়ানোর ঘটনায় আ.লীগের দুজনসহ গ্রেপ্তার ৭

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, সেপ্টেম্বর ৭, ২০২৫
লাশ পোড়ানোর ঘটনায় আ.লীগের দুজনসহ গ্রেপ্তার ৭ ফাইল ছবি

রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত।

রোববার (০৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠক নিয়ে এ ব্রিফিং আয়োজন করা হয়।

আজাদ মজুমদার বলেন, রাজবাড়ীর ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে।

তিনি বলেন, যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।