রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে জানা যাবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যাবে।
এজেডএস/এমজেএফ