ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ইমারজেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন: বিমানবন্দর নির্বাহী পরিচালক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, অক্টোবর ১৮, ২০২৫
ইমারজেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন: বিমানবন্দর নির্বাহী পরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ‘ইমারজেন্সি হ্যান্ডেল’ করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।  

আগুনের ঘটনার পরপরই এক অডিও বার্তায় নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিদুর্ঘটনা নিবারণের জন্য আমাদের বিমানবন্দর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী থেকে ফায়ার ইউনিট এসে কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে কাজ করছে।  

তিনি বলেন, আমরা একটি ইমারজেন্সি হ্যান্ডেল করছি। একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে হ্যান্ডেল করার চেষ্টা করছি। সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আমাদের ইমারজেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার সুযোগ দেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সময়ে আমাদেরকে কল দিয়ে ডাইভার্ট করবেন না। সহযোগিতা করুন।

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।