ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আহত জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, অক্টোবর ১৯, ২০২৫
আহত জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন নাহিদ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুলের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) রাত নয়টায় উত্তরার আজমপুরের বাসায় নাহিদ ইসলাম তাকে দেখতে যান।

এ তিনি সময় আতিকুলের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন।

আন্দোলনের সময় পুলিশের গুলিতে ডান হাত হারানো আতিকুল শুক্রবার (১৮ অক্টোবর) সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলায় আবারও আহত হন।

জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।