ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ইজিবাইকের চাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, নভেম্বর ২৮, ২০২১
সৈয়দপুরে ইজিবাইকের চাপায় বৃদ্ধ নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইজিবাইকের  চাপায় ফজলে রহমান (৬৭) এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর আমজাদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

ফজলে রহমানের বাড়ি লক্ষ্মণপুর চড়কপাড়ায় (কবিরাজ পাড়া)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেল থেকে নাস্তা করে বের হয়ে রাস্তায় দাঁড়ান ফজলে রহমান। এসময় পেছন থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গেলে ইজিবাইকটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় ওই ইজিবাইকের চালক ও উপস্থিত লোকজন দ্রুত ফজলে রহমানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে মৃত্যুর কথা জানতে পেরে হাসপাতাল থেকেই ইজিবাইকের চালক পালিয়ে যান। তবে ইজিবাইকটি জব্দ করা হয়েছে।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে সৈয়দপুর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।