ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে জাল ভোট দেওয়ায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, নভেম্বর ২৮, ২০২১
পলাশবাড়ীতে জাল ভোট দেওয়ায় যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জাল ভোট দেওয়ার অভিযোগে জাহিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার ( ২৮ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

জাহিদ পাশের ঘোড়াঘাট উপজেলার পুরাতন বাজার এলাকার রেদওয়ান মিয়ার ছেলে।

কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক ( এসআই) রাকিব জানান, বহিরাগত  জাহিদের বাড়ী পাশের ঘোড়াঘাট উপজেলায়। দুপুরে ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় স্থানীয়রা তাকে চিনে ফেলে। এসময় সে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।