ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে তুলার গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, নভেম্বর ১৬, ২০২১
গাজীপুরে তুলার গুদামে আগুন প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, মনিপুর বাজার এলাকায় ইউটা স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনশেডের তৈরি ওই গুদাম ও তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।