ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জুলাই ২২, ২০২৫
গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া সচিবালয়-গুলিস্তান এলাকায় মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায় শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে বাইরে বের করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তারা গুলিস্তান এলাকায় জড়ো হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়েছে।

এ কারণে ওই এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে পড়ে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে কয়েক ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে সরিয়ে দেয়।

এসময় সংঘর্ষে পুলিশ, সেনাসদস্যসহ প্রায় ৭০ জনের মতো আহত হন। এর মধ্যে ৬৬ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

এদিকে সচিবালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীরা জিরো পয়েন্ট হয়ে গুলিস্তান এলাকার দিকে চলে যায়। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায়। প্রতিবেদনটি লেখার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো পয়েন্টে অবস্থান করছেন।  

অন্য দিকে শিক্ষার্থীরা গুলিস্তানের বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ সংঘাতে শিক্ষার্থী ছাড়াও অন্য অনেককে অংশ নিতে দেখা যায়।

বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।

বিক্ষুব্ধ দুই দল শিক্ষার্থীদের একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।