ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাসান আজিজুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, নভেম্বর ১৬, ২০২১
হাসান আজিজুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হাসান আজিজুল হকের মৃত্যুতে আমাদের সাহিত্য অঙ্গনে বিরাট শুন্যতা সৃষ্টি হলো। তার অবিস্মরণীয় সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।

শাহরিয়ার আলম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময় : ১৫৩১ নভেম্বর ১৬, ২০২১
টি আর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ