ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

বাড়ছে না আটার দাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, নভেম্বর ৪, ২০২১
বাড়ছে না আটার দাম

ঢাকা: খাদ্য অধিদপ্তরের দুই কেজির প্যাকেট আটার দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। একইসঙ্গে ঢাকা মহানগরের জনগোষ্ঠীর চাহিদা মেটাতে আগের ১০টি ট্রাকসেলের পাশাপাশি বিশেষ বিবেচনায় অনুমোদিত ১০টি ট্রাকসেল করোনা পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত না রেখে নিয়মিত ওএমএসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এখন থেকে ২০টি ট্রাকসেলে ওএমএস কার্যক্রম চলবে।

সম্প্রতি খাদ্য অধিদপ্তরের এ সংক্রান্ত প্রস্তাবের চিঠির জবাবে অধিদপ্তরের মহাপরিচালককে এ কথা জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। বর্তমানে খাদ্য অধিদপ্তরের দুই কেজির প্যাকেট আটার দাম ৪৩ টাকা।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরে চলমান ওএমএস কার্যক্রমে ২০টি ট্রাকসেলে খাদ্যশস্য বিক্রয় অব্যাহত রেখে দুই কেজির প্যাকেট আটার দাম বাড়ানোসহ আটার বরাদ্দ বৃদ্ধিকরণের জন্য খাদ্য অধিদপ্তর থেকে প্রস্তাব করা হয়েছে। সার্বিক বিবেচনায় এ বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত প্রদান করা হলো: 

ঢাকা মহানগরের জনগোষ্ঠীর চাহিদা মিটাতে আগের ১০টি ট্রাকসেলের পাশাপাশি করোনাকালীন বিশেষ বিবেচনায় অনুমোদিত ১০টি ট্রাকসেল বর্তমানে করোনা পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত না রেখে নিয়মিত ওএমএসে অন্তর্ভুক্ত করা হলো। তবে ২০টি ট্রাকের প্রতি সপ্তাহের বিতরণের স্থানের তালিকা অগ্রিম দিতে হবে।

এছাড়া এ ২০টি ট্রাকসেলে প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন করে সাধারণ চাল, এক মেট্রিক টন আতপ চাল ও এক মেট্রিক টন করে আটা বিক্রির অনুমোদন দেওয়া হলো। প্যাকেট আটার বিক্রি মূল্য বাড়নো ও ডিলার পরিচালন ব্যয় বাড়ানোর আপাতত কোনো সুযোগ নেই মর্মে জানানো হলো।

এমতাবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয় চিঠিতে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।