ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ওয়াশিংটনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, আগস্ট ৬, ২০২৫
ওয়াশিংটনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ওয়াশিংটনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার পথে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-২) আতাউর রহমান এবং প্রথম সচিব (পলিটিক্যাল-১) নাজনীন সুলতানা।

জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক দুটি তথ্যচিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে।

তথ্যচিত্রে ফ্যাসিবাদী শাসনের সময়ের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।

এ ছাড়া, আন্দোলনের পরবর্তী সময়ে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত অপপ্রচারের বিপরীতে সঠিক তথ্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান মো. আরিফুর রহমান।

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।