ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আদাবরে রিপন হত্যা মামলার প্রধান আসামি বেলচা মনিরসহ ৫ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, সেপ্টেম্বর ২০, ২০২৫
আদাবরে রিপন হত্যা মামলার প্রধান আসামি বেলচা মনিরসহ ৫ জন গ্রেপ্তার

রাজধানীর আদাবরে রিপন হত্যা মামলার প্রধান আসামি বেলচা মনিরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, শীর্ষ সন্ত্রাসী বেলচা মনির (২৬), রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব (২২), গোলাম রব্বানি সাহস (২৩), মনির হোসেন ওরফে গুজা মনির (৩০) ও আকাশ খাঁ (২২)।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।

তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টায় রিপন ওরফে নিপুকে তার নিজ বাড়িতে বেলচা মনির ও তার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একই দিন বিকেল আনুমানিক পৌনে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আরজু বেগমের অভিযোগের ভিত্তিতে আদাবর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তিনি আরও জানান, ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম মামলাটির ছায়া তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর শনিবার ভোরে ঢাকা মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল ও একটি টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার সন্ত্রাসী। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ওরফে নিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। হত্যার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিসি রাকিব খাঁন বলেন, আদাবরে অপরাধ ঘটিয়ে তারা পার্শ্ববর্তী জেলাগুলোতে তৈরি করা সেফ হাউজে লুকিয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এলাকায় ফিরে আসে এবং আধিপত্য বিস্তারের তৎপরতা চালায়।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।