ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হওয়া বিশেষ এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও হাতবোমা (ককটেল) উদ্ধার করা হয়েছে।
ঢাকার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরেই জেনেভা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী তৎপরতা পরিচালিত হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ককটেল, মাদক, দেশীয় ধারাল অস্ত্রসহ অনেককে আটক করা হয়েছে বলে জানান ইবনে মিজান।
রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে হটস্পট মোহাম্মদপুর এলাকা। এখানে প্রায়ই দিনে-রাতে ধারাল অস্ত্র হাতে ছিনতাই-ডাকাতির খবর মেলে। এমনকি হত্যাকাণ্ডও ঘটায় অপরাধীরা।
এজেডএস/এইচএ