সমাজের সামগ্রিক মূল্যবোধ ও মানবিক বন্ধন রক্ষায় সাংস্কৃতিক চর্চার অবক্ষয় রোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, সংস্কৃতির সংকট শুধু শিল্প-সাহিত্যের ক্ষতি করছে না, বরং সমাজের গভীরতম স্তরকেও প্রভাবিত করছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘সংস্কৃতির সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা এবং ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ বলেন, ইতিবাচক সমাজ গঠনে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকাদেরও এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ। তারা তাদের বক্তব্যে সাংস্কৃতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকাশিল্পী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।
ইএসএস/আরবি