দুপুর থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও বিকেলে বেড়ে যায় বৃষ্টির মাত্রা। আর এই বিকেলের বৃষ্টিকে উপেক্ষা করেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের জুলাই উৎসবে স্রোতের মতো আসতে থেকে সাধারণ জনতা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে সকাল থেকে আয়োজন করা হয়েছে দিনব্যাপী গান, কবিতা নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা ও তার শীর্ষ নেতারা। সেই ঐতিহাসিক মুহূর্তের বর্ষপূর্তি উপলক্ষে এবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী আয়োজন।
সাভারের হেমায়েতপুর থেকে আগত আবদুল আল মামুন বাংলানিউজে বলেন, আজকে বিজয়ের দিন। জুলাই আন্দোলনের এক বছর হলো। এই বিজয় উৎসব পালন করতে এই বৃষ্টির মধ্যে আমার সাত বছরে সন্তান আবু হান্নাফ আয়ানকে নিয়ে এসেছি। যাতে করে এই বিজয়কে বুকে ধারণ ও লালন করতে পারে।
উত্তরা থেকে বৃষ্টিতে ভিজে অনুষ্ঠানে আসা রফিকুল ইসলাম বলেন, আজ আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। আমরা চাই এই বর্ষপূতিতে যে ঘোষণাপত্র পাঠ করা হবে, তা জনবান্ধব হবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্র শোনার জন্য বৃষ্টি ভেজা দাঁড়িয়ে আছি।
আমাদের বিশ্বাস, রক্তের বিনিময়ে যারা এই বাংলাদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন তাদের কল্যাণ হবে। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে জনবান্ধব মুখি ঘোষণাপত্র হলে তাদের আত্বত্যাগ স্বার্থক হবে।
মানিক মিয়া এভিনিউতে কথা হয় জুলাই যোদ্ধা সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আমি রাজধানীর বাড্ডায় ২৯ জুলাই আন্দোলনরত অবস্থায় ফ্যাসিস্ট সরকারের পালিত পুলিশের গুলিতে আহত হয়ে গ্রেপ্তার হয়েছি। আমাকে একজন জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই সরকার। আজ আমি আমার পরিবার নিয়ে এখানকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। ভালো লাগছে রোদ বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ বিজয় উৎসব পালন করতে এসেছেন।
একজন সংবাদকর্মী বলেন, আজকের দিনটি একটি বিশেষ দিন। এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ থেকে পালিয়ে গেছে। এক বছর ঘুরে এই দিনটি অবশ্যই পুরো বাংলাদেশের মানুষের জন্য একটা বিশেষ মুহূর্ত, বিশেষ দিন।
আজকের এই বৃষ্টিকে বাগরা বলবো না। কারণ এই বৃষ্টিকে বরন করে নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি ফ্যাসিস্ট পতনের উল্লাসের প্রতিচ্ছবি।
ডিএইচবি/আরএ