ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, আগস্ট ৬, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া  বায়তুল মোকাররম মসজিদ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিশেষ এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।  

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্রজনতার রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জিসিজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।