ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, আগস্ট ৬, ২০২৫
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত প্রতীকী ফটো

রাজধানীর কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন কাজী জানান, ভাড়াচালিত মোটরসাইকেলের আরোহী ছিলেন ওই নারী। তার পরনে ছিল বোরকা। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল। তিনিও ওই পথে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের চালক আর ওই নারী আরোহীকে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় চালকের কাছে থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।

সুমন আরও জানান, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখান থেকে চালক কোথায় গেছে তা তিনি বলতে পারেননি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।