রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ১৭ মিনিটে মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কিছু বেলুনে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই মঞ্চ থেকে অনুষ্ঠান সঞ্চালকরা মাইকে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। একজন সঞ্চালক বলেন, স্পিকারের তারে আগুন লেগেছে। আয়োজকদের অনুরোধ করছি, দয়া করে বিষয়টি দেখুন। কিছু বেলুনেও আগুন লেগেছে। সবাই শান্ত থাকুন। ভয় পাওয়ার কিছু নেই।
আয়োজক ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে মঞ্চ এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, ১০ জন আহত হয়েছেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, আমাদের নির্বাপন করতে হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম উপস্থিত আছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রথমে আটজন হাসপাতালে আসেন। পরে এ সংখ্যা বাড়তে থাকে।
এমএমআই/এমজে