সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। মরহুমের জানাজা আজ বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
২০০৮ সালের ২০ জুলাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দীন আহমদ।
এর আগে ২০০৭ সালের ১৩ ফেরুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।
সালাউদ্দীন আহমদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
সালাউদ্দীন আহমদ ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এর আগে ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
ইএস/এএটি