ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় বসতবাড়িতে অভিযান, নারীসহ আটক ১২

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, আগস্ট ৬, ২০২৫
আশুলিয়ায় বসতবাড়িতে অভিযান, নারীসহ আটক ১২ আটকরা

ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ৷ 

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সি থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো।  

আটকরা হলেন- শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৬জন নারী ও ৬জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন নারীসহ ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল (বুধবার) তাদের আদালতে পাঠানো হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।