ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, নভেম্বর ৪, ২০২১
দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন দোরাইস্বামী

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সনাতন সম্প্রদায়ের অন্যতম উৎসব দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।  

বৃহস্পতিবার (৪ নভেম্বর) আর টুইটারে এই শুভেচ্ছা জানান।

দীপাবলি উপলক্ষ্যে বিক্রম দোরাইস্বামী টুইটারে বলেন, সবার জন্য সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনুক। আমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে এবং হিংসা বিদ্বেষ থেকে দূরে যেতে পারি। শুভ দীপাবলি।

বৃহস্পতিবার সনাতন সম্প্রদায় দীপাবলি উৎসব উদযাপন করছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।