ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, নভেম্বর ৪, ২০২১
না.গঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

৩ নভেম্বর লাঙ্গলবন্দ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিলসহ মো. বাচ্চু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. বাচ্চু মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন যুগিপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনব কায়দায় ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  

গ্রেফতারকৃত আসামির নামে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।