ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, নভেম্বর ৪, ২০২১
সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ: সৌদি আরবে তিনতলার ছাদ থেকে পড়ে রাকিব মিয়া (২৫) নামে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।  

নিহত রাকিব মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

 

সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

গফরগাঁও উস্থি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তোতা এ তথ‍্য নিশ্চিত করেন।  

তিনি জানান, নিহত রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি রিয়াদ শহরে ফ্রি ভিসায় শ্রমিকের কাজ করতেন। গত দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরে স্থানীয় হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি আবারও সৌদির রিয়াদে চলে যান। সেখানে গিয়ে কাজে যোগ দিলে মঙ্গলবার তিনতলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া জানান, ঘটনাটি দুঃখজনক। রাকিব নতুন বিয়ে করে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল।  

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।