যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কার্যক্রম শুরু হলো।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়।
মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বাংলানিউজকে এ তথ্য জানান।
গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল। তবে ওই দিন কোনো পাঠদান কার্যক্রম হয়নি। শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেয়। নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় শেষে তারা বাসায় ফিরে যায়।
শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, কথা বলা ও মতামতের মাধ্যমে এই ক্লাসগুলো খোলা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য শাখা আস্তে আস্তে খুলে দেওয়া হবে।
এর আগে কয়েক দফায় ছুটি দেওয়া হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ছুটি বাড়ানো হয়। সম্পূর্ণ উপযোগী হওয়ায় আজ ক্লাস শুরু হয়েছে।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশু, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩৪ জন নিহত হন । দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
জেডএ/আরএইচ