ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে ৭৩৫ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, অক্টোবর ২৬, ২০২১
ভৈরবে ৭৩৫ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৭৩৫টি ইয়াবা বড়িসহ মো. মাসুম মিয়া (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

আটক মো. মাসুম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কচুয়ামোড় এলাকার নুর ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. মাসুম মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৩৫টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, আটক মো. মাসুম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।